ক্ষমা চাইলেন ডেল স্টেইন

বেশ কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডেল স্টেইন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালীন আলোচনার শুরুটা হয়েছিল তাঁর চুল নিয়ে। সেই আলোচনা-সমালোচনা শেষ হতে না হতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছেন তিনি। আইপিএলে ক্রিকেটের তুলনায় টাকাকে বেশি গুরুত্ব দেয়া হয় বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন স্টেইন।

এমন মন্তব্যের কারণে ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়তে হয়েছে দক্ষিণ আফ্রিকার এই তারকা পেসারকে। নিজের মত প্রকাশ করে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হলো ডানহাতি এই পেসারকে। ক্ষমা চেয়ে এই টুইটে স্টেইন লিখেছেন, ‘আইপিএল আমার ক্যারিয়ারে দারুণ এক অধ্যায়, পাশাপাশি অন্যান্য খেলোয়াড়েরাও। আমার এই শব্দগুলো কখনই অবজ্ঞাপূর্ণ, অপমানজনক কিংবা কোনো লিগের সঙ্গে তুলনা করার উদ্দেশ্যে নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রসঙ্গের বাইরে ব্যাখ্যা করা হয়েছে। এটি দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমা প্রার্থী।’

বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত মুখ স্টেইন। তবে এবারের আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এই গতি তারকা। যদিও আইপিএলের সর্বশেষ আসরটা ভালো কাটেনি স্টেইনের। নিজের নাম সরিয়ে নেয়ার কারণ হিসেবে শুরুতে বিশ্রামের কথা বললেও পরবর্তীতে জানান, ‘আমি একটু বিরতি নিতে চাচ্ছিলাম। আর আমার কাছে অন্যান্য (আইপিএল ছাড়া) লিগগুলোকে ক্রিকেটার হিসেবে বেশি সন্তুষ্টির মনে হয়। আমার মনে হয় আইপিএলে গেলে আপনি এতো বড় স্কোয়াডে থাকবেন, এতো বড় নাম এবং টাকার অঙ্কে এতো জোর দেওয়া হয় যে কোথাও গিয়ে ক্রিকেটটা যেন সবাই ভুলে যায়। কিন্তু যদি পিএসএল বা এলপিএলে আসেন, ক্রিকেটের গুরুত্ব আছে এখানে।’

তিনি আরও বলেছিলেন, ‘মাত্র কদিন হলো এসেছি, এরই মাঝে লোকে আমার কাছে এসে জানতে চেয়েছে আমি কই খেললাম, কী করলাম। শুনতে খারাপ লাগলেও, সত্যি বলতে কী, আইপিএলে এই ব্যাপারগুলি ভুলে গিয়ে মূল ব্যাপার হয়ে দাঁড়ায় আপনি কতো টাকা পেলেন। আমি এ বছর সেটা থেকে দূরে থাকতে চাই, দল এবং টুর্নামেন্টে একটা ইতিবাচক কিছু আনতে চাই।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.