এমারেল্ড অয়েলের পর্ষদ পুনর্গঠন

পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি এমারেল্ড আয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। উৎপাদন বন্ধ থাকা কোম্পানিটিকে সচল করার লক্ষ্যে বিএসইসি এ উদ্যোগ নিয়েছে।

আজ মঙ্গলবার (২ মার্চ) কোম্পানির পর্ষদ পুনর্গঠন করে একটি নির্দেশনা জারি করা হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটিতে পাঁচজন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

এমারেল্ড অয়েলে পরিচালক হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা হলেন- সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, ড. প্রশান্ত কুমার ব্যানার্জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম সারওয়ার, সজিব হোসাইন (সিএফএ) এবং সহকারী অধ্যাপক ড. সন্তুষ কুমার দেব। এর মধ্যে মোহাম্মদ শহিদুল হক কোম্পানিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.