পিপলস লিজিং: গভর্নর, দুদক-বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য শুনবেন হাইকোর্ট

পিপলস লিজিং ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুদক চেয়ারম্যান এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানকে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ৯ মার্চ তাদের বক্তব্য শুনবেন আদালত। সেসময় কাউকে আদালতে না থাকার অনুরোধ করেছেন হাইকোর্ট।

আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) বিচারপতি খুরশিদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

আদেশে একই সাথে প্রতিষ্ঠানটির ঋণখেলাপি যারা এখনো আদালতের তলবে হাজির হননি তাদের আসতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে দুই কার্যদিবসে পিপলস লিজিংয়ের শতাধিক ঋণখেলাপি হাইকোর্টে হাজির হয়ে তারা ঋণখেলাপি হওয়ার ব্যাখ্যা দেন। পিপলস লিজিংয়ে আমাতন রাখা ব্যক্তিদের কিভাবে টাকা ফেরত দেওয়া যায়, সে বিষয়ে মতামতের জন্য সরকারি এ তিন প্রতিষ্ঠানের বক্তব্য শুনবেন হাইকোর্ট।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.