মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী মিছিলে গুলি, নিহত ২

সামরিক অভ্যুত্থানের পর চার সপ্তাহ পার হলেও এখনও ক্ষোভে ফুঁসছে গোটা মিয়ানমার। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে আবারও ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষোভ মিছিলে রোববার (২৮ ফেব্রুয়ারি) পুলিশের গুলিতে দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া গ্রেফতার হয়েছেন অর্ধশতাধিক।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় দায়েই শহরে আজ রোববার জান্তাবিরোধী বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালিয়েছে। এতে একজন বিক্ষোভকারী নিহত হন এবং আহত হন আরো বেশ কয়েকজন। রাজনীতিক কিয়াও মিন তিকে এসব তথ্য জানান।

এ ছাড়া স্থানীয় গণমাধ্যম দায়েই ওয়াচও একই তথ্য জানিয়েছে। গণমাধ্যমটি বলছে, এক ডজনের বেশি বিক্ষোভকারী আহত হয়েছেন।

অন্যদিকে, ইয়াঙ্গুনে বিক্ষোভস্থল থেকে আহত একজনকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনে বেশ কয়েকজন ব্যক্তিকে বিক্ষোভস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের মধ্যে কারও কারও প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে।

এসব ব্যক্তি কীভাবে আহত হয়েছেন, তা স্পষ্ট বোঝা না গেলেও, স্থানীয় গণমাধ্যমগুলো বলছে বিক্ষোকারীদের ওপর গুলি চালানো হয়েছে। মিয়ানমার নাউ মিডিয়া গ্রুপ বলেছে, মানুষের ওপর ‘গুলি চালানো হচ্ছে’। তবে, বিস্তারিত জানায়নি গণমাধ্যমটি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স বলছে, পুলিশ স্নায়ু অবশকারী গ্রেনেড ছুঁড়েছে, কাঁদানে গ্যাস ব্যবহার করেছে এবং ফাঁকা গুলি চালিয়েছে।

এসব বিষয়ে জানতে পুলিশ এবং সামরিক কাউন্সিলের মুখপাত্রকে ফোন দেওয়া হলে কেউ ফোন ধরেনি বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে সামরিক জান্তাপ্রধান জেনারেল সিন অং হ্লাইং বলছেন, বিক্ষোভকারীদের মোকাবিলায় ন্যূনতম শক্তি ব্যবহার করা হচ্ছে।

তবে বাস্তবতা হচ্ছে, কয়েক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভের ঘটনায় এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছেন। সেনাবাহিনী বলছে, বিক্ষোভে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

গত ১ ফেব্রুয়ারি ভোরে দেশটিতে সামরিক অভ্যুত্থান হওয়ার পর থেকে গত চার সপ্তাহ ধরে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে যাচ্ছে দেশটির জনগণ।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.