সাইমনের ‘আর্তনাদ’র অবসান

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়ক সাইমন সাদিক। যার বড় পর্দায় অভিষেক হয়ে ছিলো নির্মাতা জাকির হোসেন রাজুর ‘জ্বী হুজুর’ চলচ্চিত্র দিয়ে। এরপর ক্যারিয়ারে নিয়োমিত অভিনয় করে যাচ্ছেন তিনি বিভিন্ন নির্মাতার পরিচালনায়। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে সব কিছুর পরও সাইমনের একটি আক্ষেপ রয়েই গিয়েছিলো। অবশেষে সেই আক্ষেপ গুচলো। ফের গুরুর নির্দেশনায় অভিনয় করতে যাচ্ছেন সাইমন।

মঙ্গলবার জাকির হোসেন রাজুর নতুন চলচ্চিত্র ‘আর্তনাদ’ এ চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন। ছবিটি প্রযোজনা করছেন শাপলা মিডিয়া।

এনিয়ে সাইমন বলেন, ভেতরে ভেতরে পুড়ে মরছিলাম কবে আমার ওস্তাদের সাথে আবার সিনেমায় কাজ করা সুযোগ পাবো। অবশেষে সেই ‘আর্তনাদ’র অবসান হলো ‘আর্তনাদ’ চলচ্চিত্রের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আমার ওস্তাদ জাকির হোসেন রাজু স্যার’র চলচ্চিত্রে দীর্ঘ ৮ বছর পর চুক্তিবদ্ধ হলাম। আর সেটা সম্ভব হয়েছে আমাদের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার জন্য। অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি সেলিম খান সাহেবকে। আমার উপর আস্থা রাখার জন্য।

সাইমন জানান, আগামী জুন থেকে ছবিটির শুটিং শুরু হবে। ঢাকা, বান্দরবনসহ বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হবে।

ছবিটিতে নায়ক চূড়ান্ত হলেও নায়িকা কে হচ্ছেন তা জানানো হয়নি।

এদিকে সাইমন সম্প্রতি ‘লাইভ’ নামের একটি ছবির কাজ শেষ করেছেন। ছবিতে সাইমনের বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

 

অর্থসূচক/এএইচআর

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.