১৭৩ রান ও ৭ ক্যাচ নিয়ে কিশানের রেকর্ড

প্রতিপক্ষের বোলারদের উপর রীতিমত তাণ্ডব চালিয়ে ১৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ইশান কিশান। এরপর উইকেটের পেছনে দাঁড়িয়ে তালুবন্দি করেছেন ৭টি ক্যাচ। এমন পারফরম্যান্সের দিনে দারুণ কীর্তি গড়েছেন তরুণ এই ক্রিকেটার। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির সঙ্গে ৭টি ক্যাচ নেয়ার রেকর্ড গড়েছেন তিনি।

ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শুরুটা ধীরগতির করেছিলেন কিশান। হাফ সেঞ্চুরি তুলে নিতে খেলেছিলেন ৪০ বল। তবে সময় যত গড়িয়েছে তাঁর ব্যাটের ধার ততই বেড়েছে। পরের ৩৪ বলে ৫০ রান করে তুলে নেন সেঞ্চুরি। শতরান করার পর আরও আক্রমণাত্বক হয়ে ওঠেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ১০০-১৫০ রান করার সময়টায় তিনি খেলেছেন মাত্র ১২ বল। ডাবল সেঞ্চুরির আশা জাগালেও শেষ পর্যন্ত ৯৩ বলে ১৭৩ রানে থামতে হয় গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠ মাতানো এই ব্যাটসম্যানকে।

বিস্ফোরক ইনিংসটি খেলতে ১৯টি চারের সঙ্গে মেরেছেন ১১ ছক্কা। আরও একটু সময় নিলে ডাবল সেঞ্চুরির দেখাটা পেয়েও যেতেন তিনি। কারণ তিনি যখন আউট হয়েছেন তখনও ২২ ওভার খেলা বাকি। সেটি না হলেও লিস্ট ‘এ’ ক্রিকেটে রেকর্ড গড়েছেন তিনি। ভারতের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

সেই সঙ্গে গ্লাভস হাতে ৭টি ক্যাচ নিয়েছেন ২২ বছর বয়সি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ভারতীয় হিসেবে যা মহেশ রাওয়াতের সঙ্গে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড। কিশানের ঝড়ো ইনিংসের সঙ্গে দলের অন্যান্য ব্যাটসম্যানদের আক্রমণাত্বক ব্যাটিংয়ে ৫০ ওভারে ৪২২ রান করে ঝড়খন্ড। বরুন অ্যারনের ৬ উইকেটে মধ্য প্রদেশ গুটিয়ে যায় মাত্র ৯৮ রানে। তাতে বিজয় হাজারে ট্রফিতে ৩২৪ রানের বড় জয় পায় ঝড়খন্ড। যা ভারতের লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। সেই সঙ্গে ৫০ ওভারের ক্রিকেটে গ্লস্টারশায়ারের সঙ্গে যৌথভাবে বড় জয়ের রেকর্ডে নাম লেখালো ঝড়খন্ড।

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.