এপ্রিলে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে লঙ্কা সফর করবে মুমিনুল হকের দল। সিরিজটি আয়োজন করতে দীর্ঘদিন ধরেই আলোচনা করছিল দুই দেশের ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত সিরিজটি চূড়ান্ত করেছে আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে (এসএলসি)। পুরো সিরিজটি অনুষ্ঠিত হবে একটি ভেন্যুতে। যদিও এখন পর্যন্ত ভেন্যুর নাম প্রকাশ করেনি এসএলসি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি জানিয়েছেন, ‘আমাদের সঙ্গে শ্রীলঙ্কা বোর্ডের যোগাযোগ হচ্ছে। তাতে এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই দুটি ম্যাচ আছে সেটি চূড়ান্ত হয়েছে। দুটি টেস্ট ম্যাচ এক ভেন্যুতেই হবে। আমরা আশা করি এপ্রিলের ১২-১৫ তারিখের মধ্যে যে কোনো একটা সময় বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর করবে।’

গেল বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টেস্ট সিরিজটি। তবে করোনাভাইরাসের কারণে দুই বোর্ডের সম্মতিতে স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে গেল অক্টোবরে সূচি চূড়ান্ত করা হলেও কোয়ারেন্টাইন জটিলতায় আরও এক দফা স্থগিত করা হয়েছিল সিরিজটি। যদিও এবারের সফরে কোয়ারেন্টাইনের সময়সীমা নিয়ে দুই বোর্ডই সম্মতিতে পৌঁছেছে। সম্প্রতি শ্রীলঙ্কা সফর করেছে ইংল্যান্ড। জো রুটের দলের জন্য যে ধরনের কোয়ারেন্টাইন বিধি-নিষেধ দেয়া হয়েছিল বাংলাদেশও একই নিয়ম মেনে শ্রীলঙ্কা সফর করবে।

নিজামউদ্দিন আরও বলেন, ‘আমাদের জানা মতে শ্রীলঙ্কায় কোভিডের অবস্থা আগে থেকে উন্নতি করেছে। এর মধ্যে ইংল্যান্ড দল শ্রীলঙ্কা সফর করে গেছে। আমাদের বলা হয়েছে, ইংল্যান্ডকে যে ধরনের বিধি মেনে চলতে হয়েছে, আমাদেরও তাই করতে হবে।’

 

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.