মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র চলছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে ষড়যন্ত্রে লিপ্তরা অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্ট চালাচ্ছে।’

তিনি বলেন, ‘মিথ্যাচার করে, বিভ্রান্ত ছড়িয়ে বাংলার জনগণকে এখন বিভ্রান্ত করার ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু অপপ্রচার করে এখন এবং ভবিষ্যতেও কাউকে বিভ্রান্ত করা যাবে না। কেননা বাংলার জনগণ এখন সজাগ।’

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ গণ আজাদী লীগ আয়োজিত ‘মুজিববর্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন জানিয়ে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আল জাজিরা অন্যান্য জায়গায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন ঘটনাকে সংকলিত করে তথ্য পরিবেশনের মাধ্যমে বাংলার জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করা হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘গতকাল দেখলাম- বিএনপির কিছু নেতৃবৃন্দ আল জাজিরার পরবর্তী পর্বে কী কী থাকবে সেই সম্পর্কে ইঙ্গিত দিচ্ছেন। এতে কী বুঝা যায় না যে, উনাদের (বিএনপি) সম্পৃক্ততা আছে।’

সভায় প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এতে বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, আওয়ামী লীগ নেতা মিরাজ হোসেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা মানিক লাল ঘোষ ও গণ আজাদী লীগের মহাসচিব ড. নাসির উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.