ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২১ মে থেকে শুরু হতে পারে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির জরুরি সভায় এ প্রস্তাবনা উত্থাপিত হয়। আগামী বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) পরীক্ষা ভর্তি কমিটির মিটিংয়ে এটি চূড়ান্ত হবে।
ডিনস কমিটির সভায় উপস্থিত একজন সদস্য বলেন, ‘ভর্তি পরীক্ষা শুরু হবে ‘ক’ ইউনিট দিয়ে, যা ২১ মে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর পরদিন ২২ মে ‘খ’ ইউনিটের পরীক্ষা। ‘গ’ ইউনিটের পরীক্ষা ২৭ মে, ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ২৮ মে ও ‘চ’ ইউনিটের পরীক্ষা ৫ জুন।
সব পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
অর্থসূচক/এমএস