চেন্নাই টেস্ট জয়ের জন্য ইংল্যান্ডকে ৪৮২ রানের লক্ষ্য দিয়েছে ভারত। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়েই এই ম্যাচে জিততে হবে ইংলিশদের। ৫৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা ভারতের দ্বিতীয় ইনিংস থেমেছে ২৮৬ রানে। দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৫৩ রান। জয়ের জন্য তাদের এখনো ৪২৯ রান প্রয়োজন।
মাত্র ১ রান যোগ করে তৃতীয় দিনের শুরুতেই রান আউটের শিকার হন চেতেশ্বর পূজারা। মাত্র ৭ রান করেই ফিরে যান তিনি। পূজারা আউট হবার পর কোন রান যোগ না করেই ফিরে যান প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মাও। মাত্র ২৬ রান করে জ্যাক লিচের বলে কাটা পড়েন তিনি।
পাঁচ নম্বরে নেমে ঋষভ পান্তও বেশিক্ষন উইকেটে সময় কাটাতে পারেননি। মাত্র ৮ রান করে আবারো লিচের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ১০ রান করা আজিঙ্কা রাহানেকে ফেরান মইন আলী। ফলে দলীয় ৮৬ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা।
অপর প্রান্তে অধিনায়ক বিরাট কোহলি দেখে শুনে খেলতে থাকেন। ষষ্ঠ উইকেট জুটিতে অভিষিক্ত অক্ষর প্যাটেলকে নিয়ে গড়েন ২০ রানের জুটি। অক্ষরকে লেগ বিফরের ফাঁদে ফেলেন মইন। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে মাত্র ৭ রান। এরপর দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন রবিচন্দ্রন অশ্বিন ও কোহলি।
সপ্তম উইকেট জুটিতে দুজনে যোগ করেন ১০৪ রান। এরপর কোহলিকে আবারো মইন লেগ বিফরের ফাদে ফেলেন। মাত্র ৬২ রান করে কাটা পড়েন ভারত অধিনায়ক। একদিকে ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে ব্যাস্ত থাকলেও অপর প্রান্তে অবিচল থাকেন অশ্বিন।
ইংলিশ স্পিনারদের বিপক্ষে দারুণ খেলে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন এই ডানহাতি ব্যাটসম্যান। একইসঙ্গে একটি রেকর্ডও গড়েছেন অশ্বিন। একই টেস্টে এই নিয়ে তৃতীয়বার সেঞ্চুরি ও ৫ উইকেট পেলেন তিনি। তাঁর আগে রয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তী ক্রিকেটার ইয়ান বোথাম।
এই ইংলিশ ক্রিকেটার সর্বোচ্চ ৫বার একই টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট পেয়েছিলেন। সেঞ্চুরি করার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি অশ্বিন। ১০৬ রান করে ওলি স্টোনের বলে বোল্ড হয়ে যান তিনি। ফলে ২৮৬ রানেই থামে ভারতের দ্বিতীয় ইনিংস। ইংল্যান্ডের হয়ে ৪ টি করে উইকেট শিকার করেন লিচ ও মইন। ফলে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের লক্ষ্য দাড়ায় ৪৮২ রান। রেকর্ড লক্ষ্য তাঁড়া করতে নেমে ১৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় সফরকারীরা। অক্ষরের বলে লেগ বিফের ফাঁদে পড়েন ৩ রান করা ডম সিবলি। রোরি বার্নসের ব্যাট থেকে আসে ১৫ রান। তাকে কোহলির ক্যাচ বানান অশ্বিন। পরের ওভারের শেষ বলেই নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নামা জ্যাক লিচকে প্রথম বলেই ফেরান অক্ষর। ফলে ৫০ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড।
এরপর জো রুট ব্যাট করতে নেমে আর কোন অঘটন ঘটতে দেননি। তিনি ২ রানে অপরাজিত আছেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে ড্যান লরেন্স অপরাজিত আছেন ১৯ রানে। ইংল্যান্ডের ৩ টি উইকেটের মধ্যে ২ টি উইকেট শিকার করেন অক্ষর। অশ্বিনের শিকার ১ টি উইকেট। আগামী কাল জয়ের জন্য রুটের দলকে রেকর্ড গড়ার পাশাপাশি অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.