এবার পাল্টা আইনের দ্বারস্থ হবেন আসিফ

কণ্ঠশিল্পী ন্যান্সির করা মামলায় জামিন পেয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। গত রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আসিফের পক্ষে শুনানিতে অংশ নিয়েছেন অ্যাডভোকেট আহসান উল্লাহ আনারসহ বেশ কয়েকজন।

জামিন পেয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আসিফ। লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাননীয় আদালত আমাকে স্থায়ী জামিন দিয়েছেন। কথা দিচ্ছি দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ।’

সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আসিফ আরও লেখেন, ‘সবার কাছে কৃতজ্ঞ আমাকে মানসিকভাবে শক্তি জোগানোর জন্য। ইচ্ছা না থাকলেও এবার আইনের দ্বারস্থ হব, আমি বাধ্য। আপনাদের দোয়াই আমার শক্তি। ভালোবাসা অবিরাম।’

মামলার বিষয়টিও ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে গত বছর ৩১ ডিসেম্বর জানিয়েছিলেন আসিফ নিজেই। লম্বার স্ট্যাটাসে ওই সময় আসিফ লিখেছিলেন, ‘বছরের শেষ দিনে আদালতের সমন পেলাম। কোন একজন স্বনামধন্য গায়িকা মামলা করেছেন। এখনো মামলার কপি উত্তোলন করিনি তাই সঠিকভাবে কোনো তথ্য দিতে পারছি না। এতটুকু জানি ময়মনসিংহ গিয়ে মামলা ফেস করতে হবে।’

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.