হরভজনকে ‘সরি’ বললেন অশ্বিন

ক্যারিয়ারের শুরুতে একজন ব্যাটসম্যান হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। স্পিনার হিসেবে ভারত দলে খেলার ভাবনা তখনো ছিল তাঁর। সেই অশ্বিনই এখন দেশের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। ইংল্যান্ডে হয়ে চলমান সিরিজে হরভজন সিংকে পিছনে ফেলেছেন তিনি।

হরভজন তাঁর ক্যারিয়ারে উইকেট নিয়েছেন ৪১৭টি, তারমধ্যে ঘরের মাঠে নিয়েছেন ২৬৫ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে ৫ উইকেট শিকার করে ঘরের মাঠে অশ্বিনের উইকেট সংখ্যা ২৬৮। হরভজনের ১০ টেস্ট কম খেলেই এই কৃতিত্ব অর্জন করলেন ৩৫ বছর বয়সী এই স্পিনার।

অথচ হরভজন দেখেই স্পিনার হিসেবে নিজেকে গড়ে তুলেছিলেন অশ্বিন। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ বল করেছিলেন হরভজন। তখন রাজ্য দলের হয়ে অশ্বিন পুরোদস্তুর ব্যাটসম্যান। বোলিং করতেন হরভজনের মতো করেই। ছোটবেলার আইডল হরভজনকে ছাড়িয়ে বেশ উচ্ছ্বসিত অশ্বিন বলেন, ‘শেষ ২০০১ সালের অস্ট্রেলিয়া সিরিজে ভাজু পা (হরভজন) খেলছিলেন। তখন আমার কল্পনায়ও ছিল না যে অফ স্পিনার হিসেবে দেশের জন্য খেলব। রাজ্য দলের হয়ে তখনও আমি একজন ব্যাটসম্যান, ব্যাটিংয়েই ক্যারিয়ার গড়া ও দেশের হয়ে খেলার চেষ্টা করছিলাম। ভারতের হয়ে কোনদিন খেলতে পারব কিনা, জানতাম না।’

তিনি আরও বলেন, ‘ওই বয়সের, ওই প্রজন্মের অনেক সতীর্থ আমাকে নিয়ে মজা করত। কারণ আমি ভাজু পা-এর মতো অ্যাকশনে বোলিং করতাম, তার মতো বোলিং ও সবকিছু করার চেষ্টা করতাম। সেখান থেকে উঠে এসে আজকে তার রেকর্ড ছাড়িয়ে যাওয়া, এটি অসাধারণ। রেকর্ডটি আমার জানা ছিল না। এখন জেনে দারুণ লাগছে। সরি ভাজু পা!’

ভারতের হয়ে দেশের মাঠে এই দুজনের ওপরে আছেন কেবল অনিল কুম্বলে। ৬৩ টেস্টে এই লেগ স্পিন কিংবদন্তির শিকার ৩৫০টি।

 

অর্থসূচক/এএইচআর

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.