ডাবল সেঞ্চুরিতে অশ্বিনের বিশ্ব রেকর্ড

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে ৬০তম ওভারে বল করতে এসে পঞ্চম বলে ইংলিশ ব্যাটসম্যান স্টুয়ার্ট ব্রডকে সাজঘরে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। এর মধ্য দিয়ে ক্যারিয়ারে ২৯তম বার পাঁচ উইকেট শিকারের পাশাপাশি আরো এক রেকর্ড গড়েছেন এই ডানহাতি স্পিনার।

টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম বোলার হিসেবে ২০০ বাঁহাতি ব্যাটসম্যানকে আউট করার অনন্য রেকর্ড এখন অশ্বিনের দখলে। রেকর্ড গড়ার দিনে অশ্বিনের বোলিং ঘূর্ণিতে খেই হারায় জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড। ২৩ ওভার ৫ বল হাত ঘুরিয়ে মাত্র ৪৩ রান খরচ করে পাঁচ উইকেট শিকার করেছেন এই স্পিনার। এরপর ইংল্যান্ড অল আউট হয় মাত্র ১৩৪ রানে।

একে একে ফিরিয়েছেন ডম সিবলি, ড্যানিয়েল লরেন্স, বেন স্টোকস, ওলি স্টোন এবং স্টুয়ার্ট ব্রডকে। সবচেয়ে বেশিবার অশ্বিনের শিকার হয়েছেন অজি বাঁহাতি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। সাদা পোশাকে এখন পর্যন্ত ১০ বার ওয়ার্নার আউট হয়েছেন অশ্বিনের বলে। অশ্বিনের বলে দ্বিতীয় সর্বোচ্চ ৯ বার আউট হয়েছেন যৌথভাবে দুইজন। সাবেক ইংলিশ অধিনায়ক স্যার অ্যালিস্টার কুকের সঙ্গে বেন স্টোকস- অশ্বিনের বলে উভয়ই আউট হয়েছেন ৯ বার করে। বাঁহাতি ব্যাটসম্যান শিকারের বিশ্ব রেকর্ডে অশ্বিনের পরই রয়েছেন মুত্তিয়া মুরালিধরন।

বাঁহাতি ব্যাটসম্যানদের ১৯১ বার আউট করেছেন লঙ্কান এই কিংবদন্তি স্পিনার। তিন নম্বরে অবশ্য এক পেসার। ইংলিশ পেসার জিমি আন্ডারসন বাঁহাতি ব্যাটসম্যান শিকার করেছেন ১৯০ বার। এদিন ঘরের মাঠে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারিদের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। তাঁর উপরে কেবল অনিল কুম্বলে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.