দ্বিতীয় টেস্টে জয়ের লক্ষে ২৩১ রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক খেলতে থাকেন বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল এবং সোম্য সরকার। সৌম্য ১৩ রানে ফিরে গেলেও টেস্ট ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম।
৪৪ বল খেলে ১১টি বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন তামিম। যদিও এর দুই বল পরই ক্রেগ ব্রাথওয়েটের বলে শন মোসলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।
শেষ খবর পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৭৭ রান। মুমিনুলের সঙ্গে ৫ রানে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত। এদিকে ৫৯ রানের মাথায় ফিরে যান সৌম্য। ১৩ রান করে ব্রাথওয়েটের বলে রাকিম কর্নওয়ালের হতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.