মুমিনুলদের লক্ষ্য ২৩১

মধ্যাহ্ন বিরতির পর দারুণভাবে ঘুরে দাড়িয়েছ বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১১৭ রানের মধ্যেই গুটিয়ে দিয়েছে টাইগাররা। ফলে দ্বিতীয় টেস্ট জয়ের জন্য মুমিনুল হতের দলের প্রয়োজন ২৩১ রান।

ক্যারিবীয়দের শেষ ৪ উইকেটের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম এবং নাইম হাসান। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে কোন রান করার যোগ করার আগেই জশুয়া ডি সিলভাকে ফেরান তাইজুল। সৌম্য সরকারের ক্যাচ হয়ে ফেরার আগে সিলভার ব্যাট থেকে আসে ২০ রান। এরপর ব্যাট করতে নামেন আলজারি জোসেফ। তাকেও ফেরান তাইজুল। মাত্র ৯ রান করে ছয় মারতে গিয়ে আউট হয়ে যান জোসেফ।

পরের ওভারেই বল করতে এসে ৩৮ রান করা বোনারকে বোল্ড করেন নাইম। একই ওভারে ছয় মারতে গিয়ে মিড উইকেটে মুশফিকুর রহিমের অসাধারণ ক্যাচ হয়ে কাটা পড়েন রাকিম কর্নওয়াল। ফলে মধ্যাহ্ন বিরতির পর ২৯ রানের মধ্যেই শেষ ৪ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ২৩১ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে বাংলাদেশ। জয়ের জন্য হাতের হাতে আছে প্রায় ১ দিন এবং দুই সেশন।

 

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.