শূন্যতে সৌম্য, ৪ রানে ফিরলেন শান্ত

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন প্রথম সেশনে দাপুটে ব্যাটিং করলেও দ্বিতীয় সেশনের শেষ বেলায় দ্রুত ৪ উইকেট হারিয়ে ৪০৯ রানে অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন হাফ সেঞ্চুরিয়ানের দুজন জশুয়া দা সিলভা এবং নক্রমা বোনার ৯০’র ঘরে আউট হলেও আলজারি জোসেফ করেন ৮২ রান। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম এবং আবু জায়েদ রাহি নেন ৪টি করে উইকেট।

জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই শ্যানন গ্যাব্রিয়েলের বলে ফেরেন সৌম্য সরকার। এর পরের ওভারে এসে আরও একটি উইকেট তুলে নেন এই পেসার। ৪ রানে ফেরেন নাজমুল হোসেন শান্তও।

এর আগে ৫ উইকেটে ২৩৩ রান নিয়ে দ্বিতীয় দিন সকালে খেলতে নেমে শুরুটা ভালোই করে ওয়েস্ট ইন্ডিজ। তবে লাঞ্চ বিরতির পর তাইজুল ও রাহী জ্বলে ওঠায় ২৫ রানে শেষ ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দুজনই নিলেন ৪টি করে উইকেট। কিন্তু তাদের জ্বলে ওঠাটা একটু দেরিতে হয়ে গেছে! তাই ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে গড়ে ফেলেছে বড় স্কোর। সেঞ্চুরির কাছাকাছি যাওয়া তিন হাফসেঞ্চুরিতে ক্যারিবিয়ানরা অলআউট হওয়ার আগে করেছে ৪০৯ রান।

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.