প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের দাপট

ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে দাপট দেখিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনও চললো একই চিত্র। শুরুর সেশনে মাত্র এক উইকেট হারালেও ভালো অবস্থানে থেকে লাঞ্চ বিরতিতে গিয়েছে সফরকারীরা। দিনের প্রথম ঘন্টা শেষ হওয়ার ঠিক আগে নক্রমা বোনারকে ফিরিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। আর এটাই পুরো সেশনে মুমিনুল হকের দলের একমাত্র প্রাপ্তি।

৯০ রানে বোনার ফিরলেও জশুয়া ডি সিলভা তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। ৭০ রানে অপরাজিত থেকে ব্যাট করবেন দ্বিতীয় সেশনে। তাকে সঙ্গ দেয়া আলজারি জোসেফ অপরাজিত আছেন ৩৪ রানে। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ৩২৫ রান। এই সেশনে এক উইকেট হারিয়ে সফরকারীরা যোগ করেছে ১০২ রান।

৫ উইকেটে ২৩৩ রান নিয়ে দ্বিতীয় দিন সকালে খেলতে নেমে শুরুটা ভালোই করে ওয়েস্ট ইন্ডিজ। ৭৪ রানে খেলতে নামা বোনার হাঁটতে থাকেন সেঞ্চুরির পথে। কিন্তু নব্বাইয়ের ঘরে যাওয়ার পর মিরাজের মিডল অ্যান্ড লেগ স্টাম্পে ফেলা বল লেগ স্লিপে তুলে দেন এই ব্যাটসম্যান।

মোহাম্মদ মিঠুনের দারুণ ক্যাচে ডাগ আউটে ফেরেন বোনার। তবে সঙ্গী হারিয়েও আলজারি জোসেফকে নিয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন জশুয়া ডি সিলভা। তাকে দারুণ সঙ্গ দেন আলজারি। ১০৫ বলে ৫৯ রানের জুটি গড়ে দলকে ৩০০’র ওপর নিয়ে গিয়েই লাঞ্চ বিরতিতে গিয়েছেন দুজন।

সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ (প্রথম ইনিংস): ৩২৫/৬ (ওভার ১১৯) (বোনার ৯০, জশুয়া ৭০, রাহি ২/৭৫)

 

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.