বোনারকে থামালেন মিরাজ

ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম ঘন্টা দাপট দেখিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনও চলছিল একই চিত্র। কিন্তু প্রথম ঘন্টা শেষ হওয়ার ঠিক আগে সেট ব্যাটসম্যান নক্রমা বোনারকে ফিরিয়ে মুমিনুল হককে স্বস্তি এনে দেন মেহেদি হাসান মিরাজ। তবে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ৩০০’র দিকে নিয়ে যাচ্ছেন জশুয়া ডি সিলভা।

৫ উইকেটে ২৩৩ রান নিয়ে দ্বিতীয় দিন সকালে খেলতে নেমে শুরুটা ভালোই করে ওয়েস্ট ইন্ডিজ। ৭৪ রানে খেলতে নামা বোনার হাঁটতে থাকেন সেঞ্চুরির পথে। কিন্তু নব্বাইয়ের ঘরে যাওয়ার পর মিরাজের মিডল অ্যান্ড লেগ স্টাম্পে ফেলা বল লেগ স্লিপে তুলে দেন এই ব্যাটসম্যান।

মোহাম্মদ মিঠুনের দারুণ ক্যাচে ডাগ আউটে ফেরেন বোনার। তবে সঙ্গী হারিয়েও আলজারি জোসেফকে নিয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন জশুয়া ডি সিলভা। এই মুহূর্তে সফরকারীদের সংগ্রহ ৬ উইকেটে ২৭৪ রান। প্রথম ঘণ্টায় ১৪ ওভারে এক উইকেট হারিয়ে ৫১ রান স্কোরবোর্ডে যোগ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ (প্রথম ইনিংস): ২২৩/৫ (ওভার ৯০) (ব্রাথওয়েট ৪৭, বোনার ৭৪*, রাহি ২/৪৬)

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.