ডেল্টা লাইফে প্রশাসকের দায়িত্বে সুলতান মোল্লা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন সুলতান-উল-আবেদীন মোল্লা, এফসিএস।

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বীমা আইন ২০১০ এর ৯৫ ধারার এখতিয়ার বলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর বিদ্যমান পরিচালনা পর্ষদকে সাসপেন্ড করে। একইসঙ্গে সুলতান-উল-আবেদীন মোল্লাকে কোম্পানিটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রাক্তন সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) রিসার্চ বিভাগে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। কয়েকটি লাইফ বীমা কোম্পানিতে দায়িত্ব পালনসহ ১৫ বছরেরও বেশি সময় তিনি বীমা খাতে কাজ করেছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.