পিএফআই সিকিউরিটিজে কোনো লেনদেন হয়নি আজ

দেশের অন্যতম শীর্ষ ব্রোকারহাউজ পিএফআই সিকিউরিটিজ লিমিটেডে আজ (১০ ফেব্রুয়ারি) লেনদেন বন্ধ ছিল। প্রতিষ্ঠানটির গ্রাহকরা কোনো লেনদেন করতে পারেননি। জানা গেছে, কারিগরি ত্রুটির কারণে প্রতিষ্ঠানটিতে লেনদেন বন্ধ ছিল।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটিতে লেনদেন না হওয়ার বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জের দায়িত্বশীল কর্মকর্তারা নিশ্চিত করেছেন। কিন্তু তারা এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে সম্মত হননি।

পিএফআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফরিদ উদ্দিন আহমেদ লেনদেন বন্ধ থাকার বিষয়টি অর্থসূচকের কাছে স্বীকার করেছেন।

তিনি বলেছেন, তাদের সার্ভারে ত্রুটির কারণে আজ কোনো লেনদেন করা সম্ভব হয়নি। তবে আজকের মধ্যেই সার্ভারের সমস্যা দূর হয়ে যাবে। আগামীকাল বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) থেকে নিয়মিত লেনদেন চলবে তাদের প্রতিষ্ঠানে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.