ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ২৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৮৮ লাখ ৩৫ হাজার  ৯৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৬ কোটি ৪৫ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রিং শাইন টেক্সটাইল লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৯ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

লিন্ডেবিডি ৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

রেনেটা ৩ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, অ্যাডভেন্ট ফার্মা, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বারাকা পাওয়ার, বিবিএস কেবলস, বিডি ফিন্যান্স, বিকন ফার্মা, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবলস, জেনেক্স ইনফোসিস, গ্রামীণফোন, লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, মীর আখতার হোসাইন, ন্যাশনাল ফিড মিল, প্রভাতি ইন্স্যুরেন্স, রহিমা ফুড, রিংশাইন, সিমটেক্স, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা ও এসএস স্টিল লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.