বড় পতনের ধাক্কা কাটিয়ে উত্থানে পুঁজিবাজার

আগের দুই কর্মদিবসের বড় পতনের ধাক্কা কাটিয়ে উত্থানে ফিরেছে পুঁজিবাজার। মঙ্গলবার পুঁজিবাজারে মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ১২২ পয়েন্ট বা ২ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৪১০ পয়েন্ট।

আজ টাকার অংকে দুই বাজারেই লেনদেনের পরিমাণ কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে টাকার পরিমাণে ৬৮৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১০৬ কোটি ৫০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। সোমবার লেনদেন হয়েছিল ৭৮৯ কোটি ৮০ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৯৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৬২ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৪ পয়েন্ট বেড়েছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৪৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪০টির, দর কমেছে ১৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯২টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪১০ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৯৩০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৮টির, দর কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.