আমার এক ছবির বাজেট বাংলাদেশের একশ’টির সমান: অনন্ত জলিল

জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক, ব্যবসায়ী অনন্ত জলিল। ২০১০ সালে খোঁজ-দ্যা সার্চ সিনেমার মাধ্যমে ঢালিউডের চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। এরপর বেশ কিছু চলচ্চিত্র দর্শকদের উপহার দেন।

বেশ লম্বা বিরতির পর ফের নতুন চলচ্চিত্র নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন অনন্ত জলিল। ‘দিন: দ্য ডে’ নামের ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনার এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অনন্ত জলিল। তার সঙ্গে জুটি বেঁধেছেন তারই স্ত্রী বর্ষা।

এই জুটি আরও এক নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন। সেই সিনেমার নাম ‘নেত্রী: দ্য লিডার’। এখানে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও পালন করবেন অনন্ত। আন্তর্জাতিক মান ও বাজারকে লক্ষ করে নির্মিত হতে যাওয়া এই সিনেমার পরিচালনায় থাকবেন ভারত ও তুরস্কের আরও দুজন পরিচালক।

চলচ্চিত্রটি নির্মিত হবে বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায়। গতকাল রোববার (৭ ফ্রেব্রুয়ারি) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন অনন্ত।

আয়োজিত সংবাদ সম্মেলনে অনন্ত জলিল বলেন, আমরা ‘দিন দ্য ডে’ নামের যে মুভিটি করেছি তা বাংলাদেশের এই প্রেক্ষাপটের নির্মিত একশ’টি সিনেমার বাজেটের সমান। যেহেতু আমি আর ইরান যৌথভাবে ছবিটি নির্মাণ করেছি। তাই আমি শুধু বাংলাদেশি অংশটুকু ইনভেস্ট করেছি। না হলে এতো টাকা আমি একা লগ্নী করলে মার্কেট থেকে টাকা তোলে না আনতে পারলে আমার কোম্পানি দেউলিয়া হয়ে যেতো।’

তিনি আরো বলেন, আমাদের দেশের আর্টিস্টদের তো কলকাতার দর্শকরাই চিনেন না। কারণ ভারতীয় টিভি চ্যানেল আমাদের দেশে সচল কিন্তু আমাদের চ্যানেলগুলো সে দেশে দেখা যায়না। ফলে তারা আমাদের দেখতেও পায়না এবং চিনেও না। এই বাংলাদেশের ছবি বিশ্বের ৮০টি দেশে প্রদর্শিত হবে। এটা অবশ্যই আমাদের জন্য বিশাল গর্বের।

এদিকে ২৭ ফেব্রুয়ারি ছবির অভিনয়শিল্পীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হবে। এরপর ২৮ ফেব্রুয়ারি থেকে সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চলবে এ  ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার শুটিং। তুরস্কেও হবে বেশ কিছু অংশের দৃশ্যধারণ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.