‘নেত্রী : দ্য লিডার’ নির্মাতাকে নিয়ে যা বললেন অনন্ত জলিল

ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাকশন ছবির নির্মাতাদের মধ্যে অন্যতম ইফতেখার চৌধুরী। যার প্রথম ছবিই ছিল খোঁজ দ্যা সার্চ-এর মতো টানটান উত্তেজনা ও অ্যাকশনে ভরা সিনেমা। এরপর একের পর এক ছবি নির্মাণ করেছেন তিনি। যার বেশির ভাগই অ্যাকশন ঘরানার।

বেশ কিছুদিন আগে জানা গেছে অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলের নতুন চলচ্চিত্র  ‘নেত্রী : দ্য লিডার’ ছবির নির্মাতা হিসেবে থাকছেন তিনি। তবে শনিবার এক স্ট্যাটাসের মাধ্যমে জানান অন্য একটি ছবির জন্য অনন্ত জলিলের ছবিটি তিনি করছেন না। তবে ছবিটির প্রযোজক অনন্ত জলিল জানান ভিন্ন কথা।

তিনি জানান, ছবিটি পরিচালনায় থাকবেন দক্ষিণ ভারতের জনপ্রিয় নির্মাতা উপেন্দ্র মাধব, বাংলাদেশ থেকে আমি (অনন্ত জলিল) এবং তুরস্ক থেকে আরও একজন পরিচালক ।

বি‌ভিন্ন সংবাদমাধ্য‌মে এক‌টি সংবাদ প্রকাশ হ‌য়ে‌ছে, যেখা‌নে উ‌ল্লেখ র‌য়ে‌ছে, “ব্যস্ততার জন্য অনন্তর ছ‌বি ছে‌ড়ে দি‌লেন ইফ‌তেখার চৌধুরী”। তার প্রতি সম্মান রে‌খে এ বিষ‌য়ে আমি প‌রিস্কার ক‌রে বল‌তে চাই “‌নেত্রী : দ্য লিডার” ছ‌বি‌টি প‌রিচালনা করার জন্য বাংলা‌দেশ থে‌কে কারও স‌ঙ্গে কো‌নো লি‌খিত চু‌ক্তি হয়‌নি, এমন কী ইফ‌তেখার চৌধুরীর স‌ঙ্গেও নয়। মৌ‌খিকভা‌বে বলা কো‌নো কিছু চু‌ক্তি নয়।

তিনি আরো বলেন, “‌নেত্রী : দ্য লিডার” এক‌টি আন্তর্জা‌তিক প্রজেক্ট। তাই অফিসিয়ালি চু‌ক্তি না হওয়া পর্যন্ত সেই ছ‌বি‌টি আমি প‌রিচালনা কর‌ছি, বা ব্যস্ততার কার‌ণে ছে‌ড়ে দি‌য়ে‌ছি, এটা বলা যায় না। আর যেখা‌নে কো‌নো চু‌ক্তিই হয়‌নি, সেখা‌নে ছে‌ড়ে দেয়ার বিষয়ই আসে না।

সুতরাং, এ ধর‌নের ভুল ত‌থ্যে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনু‌রোধ কর‌ছি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.