জিয়াউদ্দিন আলমের কথায় কাজী শুভর ‘জিন্দা লাশ’

নতুন বছরে ভালোবাসা দিবস উপলক্ষে কাজী শুভ শ্রোতাদের জন্য উপহার দিয়েছেন নতুন গানের মিউজিক ভিডিও ‘জিন্দা লাশ’। শ্রোতাপ্রিয় গীতিকবি জিয়াউদ্দিন আলমের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন ইয়াসিন হোসাইন নিরু। গানটি ৪ জানুয়ারি সন্ধা ৬টায় লেজার ভিশন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন।

গানটির ভিডিও নির্মাণ করেছেন জনপ্রিয় ভিডিও নির্মাতা সৈকত রেজা। গান এবং গল্পের খাতিরেই বেশ কয়েকটি চরিত্র উপস্থাপন করতে হয়েছে ভিডিওটিতে। মিউজিক ভিডিওতে মডেল হয়েছে নবাগত রাকিব ও অধরা। মিউজিক ভিডিওটি ঢাকার বাহিরে মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে। ক্যামেরায় ছিলেন বিকাশ সাহা, সম্পাদনায় ও কালার করেছেন এস এম তুষার ।

নিজের নতুন গান এবং ভিডিও নিয়ে কাজী শুভ জানালেন, ‘জিন্দা লাশ’। ফোক ঘরনার একটি গান। গানের সাথে মিল রেখে দারুণ গল্পে ভিডিও নির্মাণ করা হয়েছে। পরিচালক সৈকত রেজা তার মুন্সিয়ানা দেখিয়েছেন। আশা করছি গানটি শ্রোতাদের হৃদয়ে দোলা দিবে।

গীতিকার ও সুরকার জিয়াউদ্দিন আলম জানায়, নতুন বছরের ভালোবাসা দিবস উপলক্ষে ৪ জানুয়ারি লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘জিন্দা লাশ’ গানের ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে  রবি, জিপি মিউজিক, স্বধীন মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.