পরমাণু স্থাপনায় উন্নত সেন্ট্রিফিউজ বসিয়েছে ইরান

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ- তে নিযুক্ত ইরানের প্রতিনিধি কাজেম গরিবাবাদি জানিয়েছেন, নাতাঞ্জ ও ফোর্দো পরমাণু স্থাপনায় ইরান উন্নতমানের সেন্ট্রিফিউজ বসিয়েছে যাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা বাড়ানো যায়।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া পোস্টে এসব তথ্য জানিয়েছেন কাজেম গরিবাবাদি। তিনি বলেন, আমাদের পরিশ্রমী বিজ্ঞানীদের ধন্যবাদ জানাই, নাতাঞ্জ পরমাণু স্থাপনায় ৩৪৮টি আইআর-২ সেন্ট্রিফিউজ বসানো হয়েছে যা আইআর-১ সেন্ট্রিফিউজের চেয়ে চারগুণ গুণ ক্ষমতাসম্পন্ন।

একই পোস্টে তিনি আরও জানান, ফোর্দো পরমাণু স্থাপনায় আইআর-৬ সেন্ট্রিফিউজ বসানো হয়েছে এবং আরো নতুন কিছু সামনে আসছে। ফোর্দো পরমাণু স্থাপনায় আরো আইআর-৬ সেন্ট্রিফিউজ বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.