দিনের শুরুতেই ফিরলেন তামিম
২০১৮ সালে বাংলাদেশ সফরে এসে নাস্তানাবুদ হতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। সেবার টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল ক্যারিবীয়রা। বাংলাদেশের স্পিনের বিপক্ষে নুন্যতম লড়াইও করতে পারেনি তারা। এক টেস্টে ক্যারিবীয়রা হেরেছিল তিনদিনে।
এবারের সফরও যাচ্ছেতাই ভাবে শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে তারা ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। তবে টেস্ট সিরিজ শুরুর আগে ২০১৮ সালের সেই সিরিজ হারই ওয়েস্ট ইন্ডিজের বড় প্রেরণা।
এদিকে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ দল। ইতোমধ্যে ম্যাচটিতে টসে জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। ওপেনিংয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল-সাদমান ইসলাম। এই দুজনের জুটি থেকে এসেছে কেবল ২৩ রান। ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ পেসার কেমার রোচের বলে বোল্ড হয়ে আউট হয়েছেন তামিম। তাঁর ব্যাট থেকে এসেছে ৯ রান।
এই ম্যাচে চার স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সাকিব আল হাসানের সঙ্গে আছেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ এবং নাঈম হাসান। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে কাইল মায়ার্স, এনক্রুমাহ বোনার এবং শেন মোসলের।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমাহ বোনার, জার্মেইন ব্ল্যাকউড, জসুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), শেন মোসলে, কাইল মায়ার্স, রাকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিকেন, কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েল।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.