বিষাক্ত মদে মৃত্যু: ৩ হোমিও হলের বিরুদ্ধে মামলা

বগুড়ায় ভেজাল মদের বিষক্রিয়ায় ১১ জনের মৃত্যুর ঘটনায় তিন হোমিও হলের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মদে বিষক্রিয়ায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন দেলোয়ার হোসেন রঞ্জুর ভাই আজ মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে বাদী হয়ে বগুড়ার পুনম হোমিও ল্যাবরেটরি, পারুল হোমিও হল এবং খান হোমিও হলের মালিকের বিরুদ্ধে মামলা করেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেকটিফাইড স্পিরিট বিক্রি করে আসলেও হোমিওর দোকানের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এর আগেও, এমন হতাহতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ স্থানীয়দের।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.