ইরাকে আইএসের শীর্ষ গুপ্তচর আটক

ইরাকের সালাউদ্দিন প্রদেশের আশ-শিরকাত এলাকা থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের শীর্ষ পর্যায়ের একজন গুপ্তচরকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

ইরাকের গোয়েন্দা দপ্তর থেকে বলা হয়েছে, ওই এলাকায় উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় এই গুপ্তচরকে আটক করা হয়।

এদিকে, ইরাকের নেইনাভা প্রদেশের মসুল শহর থেকে একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের সঙ্গে এই ব্যক্তির সম্পর্ক ছিল।

২০১৪ সালে সন্ত্রাসী গোষ্ঠী আইএস ইরাকে ভয়াবহ তাণ্ডব শুরু করে। তাদের বিরুদ্ধে তিন বছরের অভিযান শেষে ২০১৭ সালে ইরাককে সম্পূর্ণভাবে আইএস মুক্ত ঘোষণা করা হয়। সন্ত্রাসবাদ-বিরোধী অভিযানে সামরিক বাহিনীর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দেশটির হাশদ আশ-শাবি।

 

অর্থসূচক/এএইচআর

 

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.