সূচকের ব্যাপক পতন, লেনদেন সর্বনিম্ন স্থানে

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৪ পয়েন্ট কমেছে। এদিন ডিএসইতে লেনদেন কমে প্রায় দেড় মাসের মধ্যে সর্বনিম্ন স্থানে নেমে গেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে বড় ব্যবধানে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে ৮২৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে; যা প্রায় গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে গত ২০ ডিসেম্বর ডিএসইতে ৮৬০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

রোববার ডিএসইতে আগের দিন থেকে ১১৭ কোটি ৯৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৯৪১ কোটি ৮ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৪৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩০ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট কমেছে।

রোববার ডিএসইতে মোট ৩৫৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, দর কমেছে ২১০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯০টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৯৬ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ৪৭৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৮২ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, দর কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.