হাতের পর রাজ্জাকের মস্তিষ্কের ভেলকি দেখতে চান মাশরাফি

খেলোয়াড়ি জীবনে নির্বাচকদের কাছ থেকে বঞ্চনার শিকার হয়েছেন আব্দুর রাজ্জাক। এবার তিনি সেই পদেই বসতে যাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব নিচ্ছেন তিনি।

গত বুধবার বিসিবির অনলাইন বোর্ড সভায় নির্বাচক প্যানেলে রাজ্জাককে যুক্ত করার বিষয়টি চূড়ান্ত হয়। এই বাঁহাতি স্পিনার বিসিবির এই গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রাজ্জাক এবং মাশরাফি দুজনই বেশ ভালো বন্ধু। লম্বা সময় এক সঙ্গে বাংলাদেশের জার্সিতে খেলেছেন।

মাশরাফি এক ফেসবুক পোস্টে লিখেছেন, খান আবদুর রাজ্জাক (রাজ), বন্ধু একটু দেরি হয়ে গেল শুভ কামনা জানাতে। হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে সেটা হলো তুই ক্রিকেট কতো গভীরে বুঝিস তা দেখানোর সুযোগ তুই এবার পেয়েছিস। জানি তুই তোর সেরাটাই দিবি,এবং সফলও হবি ইনশাআল্লাহ।

দেশসেরা এই পেসার আরও লিখেন, ‘এতদিন বা হাতের ভেলকি দেখেছে সবাই এবার দেখবে তোর মস্তিষ্কর, যা নিয়ে কোনদিনও আমার সংশয় ছিলো না। অনেক সংকটে তোর সাথে কথা বলেছি বলেই বলছি তুই বিজয়ী হবি ইনশাআল্লাহ। ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই মানুষটাকে যথাযথ সম্মান প্রর্দশনের জন্য ভালোবাসা অবিরাম বন্ধু (GOAT)।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.