দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন মোসাদ্দেক-মুক্তার

নর্দান ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে টি-টেন লিগ শুরু করেছে মারাঠা অ্যারাবিয়ান্স। আগে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১২৭ রান করেছিল নর্দান। জবাবে খেলতে নেমে মোসাদ্দেক হোসেনের ব্যাটে শেষ বলে জয় তুলে নিয়েছে মারাঠা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জাভেদ আহমেদিকে হারায় মারাঠা। এরপর দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি গড়েন আব্দুল শাকুর এবং লরি ইভান্স। যদিও এই জুটির বেশিরভাগ রানই এসেছে শাকুরের ব্যাট থেকে। তিনি করেছেন ২৮ বলে ৭৩ রান। আর ইভান্স ফিরেছেন ৯ রান করে।

মোহাম্মদ হাফিজ ১৯ এবং ইশান মালহোতরা ৮ রান করে ফিরে গেলে মারাঠার জয় পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়। যদিও মুক্তার আলী ৪ বলে ৩ রান এবং অধিনায়ক মোসাদ্দেক ৩ বলে ৯ রানের ইনিংস খেলে মারাঠাকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন।

নর্দানের হয়ে একাই ২ উইকেট নিয়েছেন ফ্যাবিয়েন অ্যালেন। এ ছাড়া ১টি করে উইকেট গেছে মাহিশ ঠিকশানারা এবং রায়াদ অ্যামরিটের ঝুলিতে।

এর আগে প্রথমে ব্যাট করে দুই ওপেনার ব্র্যান্ডন কিং এবং লেন্ডল সিমন্সের ব্যাটে বড় সংগ্রহ গড়ে নর্দান। কিং ১৩ বলে ২৯ এবং সিমন্স ৩১ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন। মারাঠার হয়ে এদিন ১টি উইকেট নিয়েছেন মুক্তার।

সংক্ষিপ্ত স্কোর:
নর্দান ওয়ারিয়র্স: ১২৭/২ (১০ ওভার) (কিং ২৯, সিমন্স ৫৪*, পুরান ১৯, পাওয়েল ২২*; মুক্তার ১/১৯)
মারাঠা অ্যারাবিয়ান্স: ১৩১/৫ (১০ ওভার) (শাকুর ৭৩, হাফিজ ১৯, মোসাদ্দেক ৯*, মুক্তার ৩*; রিয়াজ ১/৩৭)

 

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.