আইসিবি ইসলামিক ব্যাংকের সাবেক ডিএমডিসহ ৭ জনের কারাদণ্ড

এক কোটি ৬১ লাখ টাকা আত্মসাতের মামলায় আইসিবি ইসলামিক ব্যাংকের (সাবেক ওরিয়েন্টাল ব্যাংক) সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ইমামুল হকসহ ৭ জনকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামিদের এ সাজা একত্রে চলবে বলে বিচারক জানান। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে ইমামুলকে কারাগারে পাঠানো হয়। অপর ৬ আসামি পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করেছেন। এছাড়া আত্মসাৎ করা এক কোটি ৬১ লাখ ৭১ হাজার ৫৩২ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্য দণ্ডপ্রাপ্তরা হলেন, সাবেক ওরিয়েন্টাল ব্যাংকের এসভিপি শাহ মো. হারুন, এসএভিপি আবুল কাশেম মাহমুদ উল্লাহ, এভিপি ফজলুর রহমান, ইও তারিকুল আলম, এসইভিপি মাহমুদ হোসেন ও ইভিপি কামরুল ইসলাম। দণ্ডপ্রাপ্তরা বর্তমানে চাকরিচ্যুত।

জানা যায়, ২০০৫ সালে আসামিরা প্রতারণার আশ্রয় নিয়ে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের ৯৫ লাখ টাকা আত্মসাৎ করে। যা ২০১০ সালের ৩১ মার্চ পর্যন্ত সুদে আসলে হয় এক কোটি ৬১ লাখ ৭১ হাজার ৫৩২ টাকা। এ ঘটনায় ২০১৫ সালের ২৮ অক্টোবর দুদকের সাবেক সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ২৯ ডিসেম্বর ৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক ঋত্বিক সাহা।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.