১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বইমেলা

আগামী ১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অমর একুশে গ্রন্থমেলা (বইমেলা) অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে টানা ২৮ দিন চলবে এ মেলা।

মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে মেলা পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মেলা শুরু হবে আগামী ১৮ মার্চ থেকে। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।

এর আগে গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী জানান, আগামী ১৮ মার্চ থেকে অমর একুশে বইমেলা শুরু হবে। তবে সেদিন মেলার সময়সীমা জানানো হয়নি।

প্রতিবছর ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হয়ে শেষ হয় ২৮ ফেব্রুয়ারি। তবে এ বছর মহামারি করোনার কারণে বইমেলা আয়োজনের বিষয়ে সিদ্ধান্তহীনতায় ছিল বাংলা একাডেমি। ভার্চ্যুয়ালি মেলা করার বিষয়ও ভাবা হচ্ছিল। তবে প্রকাশকরা তাতে অসম্মতি জানান।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.