ভ্যাকসিনের জন্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের তালিকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিতে দেশের কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের আওতাধীন কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা তৈরি করে দ্রুত পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ (২৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে দেশের কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়।

করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় দ্রুতই ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। তাই অগ্রাধিকার ভিত্তিতে সম্মুখসারিতে কর্মরতদের মধ্যে এসব টিকা প্রয়োগ করতে চায় সরকার। এ লক্ষ্যে তালিকা তৈরির প্রস্তুতি নেয়া হচ্ছে।

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে এসব তালিকা তৈরির কাজ চলছে। এরই অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নির্দেশনা পেয়ে এ তালিকা তৈরির সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে ভারত সরকারের দেয়া উপহারসহ মোট ৭০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে।

অর্থসূচক/এনএইচ/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.