করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট  টেক্সটচাইল লিমিটেড টেক্সটাইল এবং তৈরী পোষাক কোম্পানী শ্রেণীতে ‘৭তম আইসিএসবি করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯’ পেয়েছে। এই ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান নিশ্চিতের মাধ্যমে সিলভার অওয়্যার্ড পেয়েছে কোম্পানিটি।

তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সুশাসন তথা স্বচ্ছতা ও জবাবদিহীতার বিষয়টির আলোকে প্রতিবছর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিয়ে থাকে ইস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ, বাংলাদেশ (আইসিএসবি)।

শনিবার করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯ বিতরণ উপলক্ষ্যে আইসিএসবি একটি অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীর বিজয়ী কোম্পানির প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন। প্যারামাউন্ট টেক্সটাইলের পক্ষে পদক গ্রহণ করেন পরিচালক এ.এইচ.এম আব্দুর রহমান এবং এ.এইচ.এম হাবিবুর রহমান  করেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.