বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. আবদুর রহিম (২৫) নামে এক ইয়াবা কারবারি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশি তৈরি দু’নলা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ ও ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সীমান্তের ৩৬/২ এস নম্বর পিলারের সন্নিকটে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত আবদুর রহিন কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-১ এর এ-৭ শেডের বাসিন্দা ওবায়দুল হকের ছেলে। মিয়ানমার থেকে একটি দলের সঙ্গে ইয়াবার চালান নিয়ে তিনি বাংলাদেশে আসছিলেন।
বিষয়টি নিশ্চিত করে আজ (২২ জানুয়ারি) সকালে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমঘুম ইউনিয়নের তুমব্রু বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা আসার খবর পেয়ে বিজিবি সেখানে অবস্থান নেয়। গভীর রাতে একটি ইয়াবা কারবারির দলকে মিয়ানমার থেকে আসতে দেখে বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় ইয়াবা কারবারিরা টহলদলকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি বর্ষণ শুরু করে। তখন টহল দল তাদের জানমাল রক্ষার্থে পাল্টা গুলি করে। পরে টহলদল ঘটনাস্থল থেকে ইয়াবা ও দেশি তৈরি দু’নলা বন্দুকসহ এক ইয়াবা কারবারিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। এরপর আহত ইয়াবা কারবারিকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জব্দ করা ইয়াবার মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বলেও জানান বিজিবির এই অধিনায়ক।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.