ক্রিকেটের সঙ্গে ফিরল বৃষ্টি

৩১৩ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বাংলাদেশ বোলিং করতে পারল মাত্র ৩.৩ ওভার। কারণ বৃষ্টি! যদিও বৃষ্টি শুরুর আগে ক্যারিবিয়ানদের ১ উইকেট তুলে নেন মুস্তাফিজ।

এর আগে আনুষ্ঠানিক অধিনায়কত্বের যাত্রায় টস ভাগ্যটা গিয়েছিল তামিম ইকবালের পক্ষে। মেঘলা আবহাওয়ার কারণে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে সময় নেননি ওয়ানডে অধিনায়ক। স্কোরবোর্ডে ৯ রান যোগ করতেই প্রথম উইকেট হারিয়ে বসে ক্যারিবিয়ানরা। মুস্তাফিজুর রহমানের ভেতরে আসা ফুলার লেন্থের বলে লেগ বিফরের ফাঁদে পরেন সুনীল অ্যামব্রিস। ৭ রানে ফিরে যান এই ওপেনার। আপাতত ক্রিজে আছেন জশুয়া ডি সিলভা এবং আন্ড্রি ম্যাকার্থি।

এই ম্যাচে ওয়ানডে অভিষেক হয়েছে ডানহাতি পেসার হাসান মাহমুদের। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ এবং বিসিবি প্রেসিডেন্টস কাপে দারুণ বোলিং করে বাংলাদেশের ১৩৪তম ওয়ানডে ক্যাপ পেয়েছেন তিনি। এদিকে ম্যাচ শুরুর আগে দুই দলের ক্রিকেটাররা হাঁটু গেড়ে বর্ণবাদের প্রতিবাদ করেন। এক মিনিট ধরে চলেছে তাদের প্রতিবাদ।

খেলা বন্ধ হওয়ার আগে ক্যারিবিয়ানদের সংগ্রহ ১ উইকেটে ১৫ রান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল অ্যামব্রিস, জসুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমাহ বোনার, জ্যাসন মোহাম্মদ, রভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, জাহমার হ্যামিলটন, রেমন্ড রেইফার, আলজারি জোসেফ ও চিমার হোল্ডার।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.