ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ১১টায়।
এই ম্যাচ দিয়েই বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করছেন তামিম ইকবাল। ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম/হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: জসুয়া ডি সি লভা (উইকেটরক্ষক), সুনীল অ্যামব্রিস, জ্যাসন মোহাম্মদ (অধিনায়ক), আন্দ্রে ম্যাককার্থী, রেমন্ড রেইফার, রভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, এনক্রুমাহ বনার, চিমার হোল্ডার, আকিল হোসেইন ও আলজারি জোসেফ।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.