এনার্জি প্যাক পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া কোম্পানি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর,২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জুলাই- সেপ্টেম্বর’২০ অর্থাৎ আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা হয়েছে ৬ কোটি ৬৪ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা।

এর আগের বছরের একই সময়ে কোম্পানির মুনাফা ছিল ১৩ কোটি ১৬ লাখ টাকা। আর ইপিএস ছিল ৮৮ পয়সা।

৩০ সেপ্টেম্বর,২০২০ সমাপ্ত সময়ে আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস হয়েছে ৩৫ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫০ টাকা ৪৩ পয়সা।

আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির এনএভি দাঁড়ায় ৪৭ টাকা ৬৪ পয়সা।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.