আপনাদের একটু বেশিই ভ্যাকসিন দেয়া লাগবে: বিভ্রান্তকারীদের স্বাস্থ্যমন্ত্রী

করোনার সংক্রমণ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিদ্রুপ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, আপনারা যারা বিভ্রান্ত করেন, আপনাদেরও ভ্যাকসিন দেওয়া হবে। আপনাদের একটু বেশিই দেওয়া লাগবে, কারণ আপনাদের মাথার মধ্যেও করোনা ঢুকছে।

মানিকগঞ্জ সদর উপজেলার বেউথায় দশতলা সমন্বিত সরকারি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে শনিবার (১৬ জানুয়ারি) রাতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের ভ্যাকসিন আসবে। ইনশাআল্লাহ, যেভাবে আমরা চুক্তি করেছি, সেভাবেই ভ্যাকসিন আসবে। যেভাবে মানুষকে ভ্যাকসিন দেওয়ার কথা আমরা সেভাবেই ভ্যাকসিন দেব। এর মধ্যে বিভ্রান্ত করার কিছু নাই।

জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী অনেক দয়ালু। আপনারা যারা বিভ্রান্ত করেন, আপনাদেরও ভ্যাকসিন দেওয়া হবে। আপনাদের একটু বেশিই দেওয়া লাগবে, কারণ আপনাদের মাথার মধ্যেও করোনা ঢুকছে। শরীরে তো আছেই, মাথাতেও আছে। হয়তো ডাবল ডোজও লাগতে পারে।

মন্ত্রী বলেন, আপনারা হয়তো জানেন না মানিকগঞ্জ ছাড়াও দেশের অন্যান্য জায়গায় কী প্রকারের উন্নয়ন হচ্ছে। এরই মধ্যে আমার দ্বারা প্রধানমন্ত্রীর গাইডেন্সে দেশের আট জেলায় (ডিভিশনাল) উন্নতমানের ক্যানসার হাসপাতাল তৈরি হচ্ছে। হার্টের হাসপাতাল তৈরি হচ্ছে। কিডনি হাসপাতাল তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী এরই মধ্যে তিন হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন।

এর আগে শনিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জেলার সাটুরিয়া উপজেলায় সাটুরিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরোনো ভবনের ছাদের উদ্বোধন এবং শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন। সেসময় তিনি বলেন, যেভাবে আমেরিকায় প্রত্যেকদিন হাজার হাজার লোক মারা যায়, পুরো বিশ্বে প্রতিদিন প্রায় ১০ হাজারের অধিক লোক মারা যায়, সেখানে আমাদের দেশে এখন মৃত্যুহার খুবই অল্প।

স্বাস্থ্যমন্ত্রী আহ্বান জানান, আসুন আমরা সবাই মাস্ক পরি, সামাজিক দূরত্ব বজায় রাখি এবং আমরা প্রত্যেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখি। বাংলাদেশ ভালো আছে, অর্থনীতি ভালো আছে। সবাই ভালো আছে। আমরা এই অবস্থায় রাখতে চাই।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.