গৃহবধূর কান ছিঁড়ে দুল নিয়ে দৌড়, ধরল পুলিশ

রাজধানীর গুলিস্তান এলাকা দিয়ে যাচ্ছিলেন গৃহবধূ পারভীন বেগম। এক যুবক তার পাশাপাশি হাঁটছিলেন। হঠাৎ পারভীনের কানে থাকা স্বর্ণের দুল ধরে জোরে টান দেন ওই যুবক। এতে পারভীনের কানের নিচের অংশ ছিঁড়ে দুলটি যুবকের হাতে চলে যায়। এ সময় চিৎকার শুনে এগিয়ে আসে ট্রাফিক পুলিশ। ধাওয়া করে ধরে ফেলে ছিনতাইকারীকে। উদ্ধার হয় কানের দুল।

আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের অংশে এই ঘটনা ঘটে।

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার ওয়াহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আটক ছিনতাইকারীর নাম আকাশ ওরফে সাগর। সার্জেন্ট মো. হাসানুজ্জামান তাকে ধরেন ও কানের দুল উদ্ধার করেন। পরে আহত নারীকে পুলিশ বক্সের নাগরিক সেবা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ওই নারী পুরান ঢাকার আলুবাজার এলাকায় থাকেন। উদ্ধার করা কানের দুল তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ছিনতাইকারীকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়, যোগ করেন ওয়াহিদুল ইসলাম।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.