পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড বন্ড ইস্যু করে ৫শ কোটি টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটিকে বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে।
আজ বুধবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত বিএসইসির ৭৫৭তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
এই বন্ডের বৈশিষ্ট্যগুলো হচ্ছে- এটি একটি মেয়াদি বন্ড। এর মেয়াদ ৪ বছর। এটির কোনো জামানত থাকবে না। এটি শেয়ারে রূপান্তরযোগ্য নয়। মেয়াদ শেষে বন্ডটির সম্পূর্ণ অবসায়ন ঘটবে।
এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫০ লাখ টাকা।
উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড কোম্পানির বিভিন্নরতম আর্থিক চাহিদা পূরণ করবে।
অর্থসূচক/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.