সিরিজ জিততেই এসেছি, বললেন ক্যারিবীয় কোচ

বাংলাদেশ সিরিজ দিয়েই ২০২৩ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ দিয়েই বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দলেরই ওয়ানডে সুপার লিগ শুরু হচ্ছে। ২০২৩ বিশ্বকাপের আয়োজক ভারত ছাড়া বাকি সাত দলই নির্বাচন হবে এই লিগ থেকে। আর বাকি দুই দল নির্বাচিত হবে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে। এদিকে বেশিরভাগ নিয়মিত ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। পূর্ণ শক্তির দল নিয়েও বাংলাদেশে এসে বেশ কয়েকবার ভুগতে হয়েছে ক্যারিবীয়দের। যদিও এবার খর্ব শক্তির দল নিয়েও বেশ আশাবাদী ক্যারিবিয়ান প্রধান কোচ ফিল সিমন্স।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সিমন্স বলেছেন, ‘যেকোন সিরিজ খেলার আগে লক্ষ্য থাকে সিরিজ জয়ের। প্রতিটি দল তাদের ঘরের মাঠে ভালো খেলে। সেদিক থেকে কাজটা সহজ হবে না। তবে প্রথম দায়িত্ব হচ্ছে সিরিজ জয় করা। দ্বিতীয়ত, আমাদের ক্রিকেটারদের প্রস্তুত হওয়ার সুযোগ করে দিতে হবে। আমরা যদি ভালো প্রস্তুতি নিতে পারি, তাহলে ঢাকা ও চট্টগ্রামে ভালো করার সুযোগ থাকবে।’

বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজের পূর্ণ শক্তির দল না আসলেও ক্যারিবীয় এই কোচ জানিয়েছেন, ‘আমরা ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যই ক্যারিবিয়ান ছেড়েছি। আপনারা হয়তো বলছেন আমাদের পুরো দল নেই, কিন্তু আমাদের এমন একটি দল আছে যারা এই কন্ডিশনে জয়ের জন্য ক্ষুধার্ত। এটাই বিশ্বকাপের প্রস্তুতির শুরু। বিশ্বকাপে কোয়ালিফাই করার শুরুটা এখান থেকেই হচ্ছে। সফরে যারা আছে তাঁরা এখানে অন্যের জায়গা পূরণ করতে আসেনি, এটা তাদের জন্য সুযোগ। দলে জায়গা দখল করার সুযোগ।’

উপমহাদেশের উইকেট বরাবরই স্পিন বান্ধব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা ভারসাম্যপূর্ণ দল নিয়ে এসেছি। তিন স্পিনার, তিন ফাস্ট বোলার আছে আমাদের। একজন পেস বোলিং অলরাউন্ডার আছে। আমাদের দলে সব দিক থেকেই ভারসাম্য আছে। সব ক্রিকেটারের প্রতি আমার এই বার্তাটা থাকবে। এখানে যদি তিনটি ওয়ানডে ও দুটি টেস্টে ভালো করেন, তাহলে আপনি নিজেকে এমন জায়গায় নিয়ে গেলেন যেখানে কেউ আপনাকে সরাতে পারবে না। এই সুযোগটা শুধু আপনারই।’

অর্থসূচক/এএইচআর

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.