ভাগ্যিস পেইন পাকিস্তানের হয়ে খেলে না: কামরান আকমল

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইনের সমালোচনা করেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল। তার মতে পেইনের ভাগ্য ভালো তিনি পাকিস্তানের ক্রিকেটার নন। সিডনি টেস্টে যেসব ক্যাচ তিনি হাতছাড়া করেছেন এর ফলে তাঁকে অনেক সমালোচনা সহ্য করতে হতো।

সিডিনি টেস্টে অস্ট্রেলিয়াকে ডুবিয়েছে মূলত ক্যাচ মিস। শেষদিনে ৪টি ক্যাচ মিস করেছে স্বাগতিকরা। তার মধ্যে ৩টি ক্যাচ গ্লাভসবন্দী করতে পারেননি অধিনায়ক-উইকেটরক্ষক পেইন। এ কারণে তাঁকে সমালচনায় বিদ্ধ করছেন সমালোচকরা। এই সুযোগটি ছাড়েননি কামরানও।

৩৮ বছর বয়সী পাকিস্তানের এই ক্রিকেটার বলেন, ‘অস্ট্রেলিয়া জয় উৎযাপন করতে পারতো যদি তারা ক্যাচগুলো ধরতে পারতো। যদিও এটা হয়নি। মূলত ফিল্ডিংই এটা হতে দেয়নি। মাঠে ভালো দিন খারাপ দিন যেতেই পারে। বিশেষ করে অস্ট্রেলিয়ানরা খুব বেশি সুযোগ হাতছাড়া করে না। তারা এক দিনই তাদের সুযোগ হাতছাড়া করে। টিম পেইন খুবই খারাপ করেছে। এটা হতেই পারে। প্রত্যেক উইকেটরক্ষকই ক্যাচ হাতছাড়া করে কিন্তু আমরা কি তাঁকে নিয়ে কিছু বলবো?’

কামরান বলেন, ‘এটা ভালো যে পাকিস্তান এখানে খেলছে না। অথবা সে পাকিস্তান দলে নেই। তাহলে তাঁকে অনেক সমালোচনায় পড়তে হতো। আমি এখন দেখবো তার কি বলে (সমালোচকরা)। দারুণ একটি ম্যাচ ছিল এটা এবং অস্ট্রেলিয়া অনেক চেষ্টা করেছে। তারা ম্যাচের কোথাও আত্মবিশ্বাস হারায়নি যে ম্যাচ জিততে পারবে না। এটাই তাদের সবচেয়ে বড় অর্জন।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.