ব্লক মার্কেটে ৬১ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  ব্লক মার্কেটে মোট ৩২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৯ লাখ ২৮ হাজার ৫৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬১ কোটি ১০ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৪২ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

রেনেটা ৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

এসএস স্টিল ৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিকন ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবলস, বিএসআরএম লিমিটেড, সিটি ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ, ফাইন ফুডস, ইন্দো-বাংলা ফার্মা, আইডিএলসি, ইফাদ অটোস, আইএফআইসি, খুলনা পাওয়ার কোম্পানি, লাফার্জহোলসিম, লিন্ডেবিডি, ম্যাকসন্স স্পিনিং, এমএল ডাইং, এনসিসি ব্যাংক, ন্যাশনাল পলিমার, ওয়ান ব্যাংক, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রবি, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, এসকে ট্রিমস, সোনালী পেপার, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনাইটেড পাওয়ার ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.