ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা নায়িকা মিষ্টি জান্নাত। নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক বড়পর্দায়। এরপর বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। করোনার প্রকোপ কাটিয়ে নতুন বছরে অনেকেই কাজ শুরু করেছেন। সেই কাতারে আছেন মিষ্টি জান্নাতও।
সম্প্রতি এই নায়িকা দুটি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। সুরেশ কোম্পানির তেল ও অনিল ঘোষ এর ঘি’র মডেল হয়েছেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন বাপ্পী সাহা। এতে মিস্টি জান্নাতের বিপরীতে দেখা যাবে সুব্রতকে।
মিস্টি জান্নাত বলেন,দারুণ একটি কনসেপ্ট এবং ভালো কোম্পানি তাই কাজটি করলাম। আজ সারাদিন শুটিং করলাম। এবং আজকেই এটির কাজ শেষ হবে। কাজটি ভালো হয়েছে আশা করছি সবার ভালো লাগবে।
পরিচালক জানান, খুব শিগগিরই অনলাইন, বিলবোর্ড ও টিভিতে সম্প্রচার করা হবে এই দুটি বিজ্ঞাপন।
অর্থসূচক/এএ/এমএস