২০১৮ এর ভুল আর করতে চায় না শ্রীলঙ্কা!

২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল শ্রীলঙ্কা। সেই হার এখন পোড়ায় লঙ্কানদের। সেবার শ্রীলঙ্কা সফরে এসে শ্রীলঙ্কাকে দুঃস্বপ্ন উপহার দিয়েছিল ইংল্যান্ড। প্রথম টেস্ট ২১১ রানে জেতার পর দ্বিতীয় টেস্টে ৫৭ রান এবং তৃতীয় টেস্টে ৪২ রানে হেরেছিল লঙ্কানরা। এবার আর সেই ভুল করতে চায় না শ্রীলঙ্কা।

দলটির প্রধান কোচ মিকি আর্থার জানিয়েছেন, ‘প্রথম টেস্ট ছাড়াও ছেলেদের সঙ্গে আমার অন্য অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। আমি মনে করি ৩-০তে হারার কারণে (২০১৮ সালে) শ্রীলঙ্কা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমি মনে করি তারা এটা আশা করে না। আমরা সে জন্য তৈরি।’

সদ্যই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। এই সিরিজে প্রোটিয়ারের কোচ ছিলেন মার্ক বাউচার। এবার ঘরের মাঠে আরেক প্রোটিয়ার মুখোমুখি হতে হবে আর্থারের শীষ্যদের। তিনি প্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিস। শ্রীলঙ্কা সফরের জন্য ইংল্যান্ড দল তাঁকে ব্যাটিং পরামর্শক বানিয়েছে। আর্থার কোনোভাবেই ভাবেননি এক সপ্তাহের ব্যবধানে এই দুই প্রোটিয়া তারকার মুখোমুখি হতে হবে তাঁকে।

লঙ্কান কোচ বলেন, ‘আমি ভাবিনি এক সপ্তাহের মধ্যে মার্ক বাউচার এবং জ্যাক ক্যালিসের মুখোমুখি হতে হবে আমাকে। তার অনেক অভিজ্ঞতা রয়েছে এবং জ্যাক ক্যালিস যখন বলে ছেলেরা শোনে। আমি নিশ্চিত প্রতিটি ব্যাটসম্যানই তার কাছ থেকে কিছু না কিছু শিখবে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.