এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে ভার্চুয়ালি গণভবন থেকে

ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কাপ্রাপ্তর তালিকা। ১৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। প্রতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেও, এবার সেটা হচ্ছে না। করোনা ঝুঁকি এড়াতে ভার্চুয়ালি গণভবন থেকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুক্ত থাকবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সাইফুল ইসলাম (চলচ্চিত্র) বলেন, এখনো করোনার ভয়াবহতা শেষ হয়নি। আমরা ঝুঁকি নিতে চাইছি না। প্রতিবার বিজয়ীদের হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার তুলে দেন। এবার সেটা হবে না। তিনি ভার্চুয়ালি পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

২০১৯ সালের জন্য মোট ২৬টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে। এর মধ্যে সেরা ছবি হিসেবে দ্বৈতভাবে পুরস্কার পাচ্ছে ‘ন’ ডরাই’ ও ‘ফাগুন হাওয়ায়’ সিনেমা। ‘ন’ ডরাই’ সিনেমার জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন তানিম রহমান অংশু।

অর্থসূচক/এএ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.