ডমিনেজ স্টিলের দর পতনে বিএসইসির তদন্ত কমিটি

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ার মূল্যের ‘অস্বাভাবিক’ উঠা-নামার বিষয়টি খতিয়ে দেখবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ উদ্দেশ্যে নিয়ন্ত্রক সংস্থা ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। আজ বুধবার (৬ জানুয়ারি) এই কমিটি গঠন করা হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

তদন্ত কমিটির সদস্যরা হচ্ছেন-বিএসইসির উপ-পরিচালক সাইফুল ইসলাম ও সহকারী পরিচালক বনি আমিন। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে কমিটিকে কমিশনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম তদন্ত কমিটি গঠনের বিষয়টি অর্থসূচককে নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ডমিনেজ স্টিলের শেয়ারের দামের উঠা-নামায় কিছুটা অস্বাভাবিকতা আছে বলে ধারণা করা হচ্ছে। তালিকাভুক্তির পর অভিহিত মূল্যে বাজারে আসা এই কোম্পানি শেয়ারের দাম ৪৩ টাকায় উঠে গিয়েছিল।কিন্তু এখন চাঙ্গাবাজারে এটি মূল্য কমে ৩৩ টাকায় নেমেছে। শুরুতে শেয়ারের এমন দর বৃদ্ধি এবং পরবর্তীতে এমন দর পতনের পেছনে কোনো ইনসাইডার ট্রেডিং বা অন্য কোনো কারণ আছে কি-না তা খতিয়ে দেখবে ওই তদন্ত কমিটি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.